দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে পাকিস্তানের মতি পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে আর বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিচার বিষয়ে মন্তব্য করবে না পাকিস্তান- এমন কথা দিয়েছে তারা।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে এ কথা জানিয়ে বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবে না পাকিস্তান।
জাতিসংঘে নিযুক্ত আমাদের স্থায়ী প্রতিনিধির কাছে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পর্কে পাকিস্তান তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে গতকাল শনিবার টেলিফোনে ইউএনবিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন বলে সংবাদ মাধ্যম জানায়।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানের পার্লামেন্টে উদ্বেগ জানানো হয়। এতে বাংলাদেশে নিন্দা ও সমালোচনার এক ঝড় ওঠে। এ ঘটনার পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহদি হাশমিকে জরুরি তলব করে কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাবের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয় বলে সুস্পষ্টভাবে ওই দিন পাকিস্তানকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এঘটনার পর পাকিস্তানেও ব্যাপক সমালোচনা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে।
সতর্কবার্তা:
বিনা অনুমতিতে দি ঢাকা টাইমস্ - এর কন্টেন্ট ব্যবহার আইনগত অপরাধ, যে কোন ধরনের কপি-পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ, এবং কপিরাইট আইনে বিচার যোগ্য!
January 19, 2014 তারিখে প্রকাশিত
from The Dhaka Times http://ift.tt/LzkRHN
0 comments :
Post a Comment