জীবন্ত আগ্নেয়গিরির সাথে বসবাসের দুঃসাহসিক কাহিনী!













শেয়ার করুন:



দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আগ্নেয়গিরি বললেই যেখানে মানুষের হৃদয় শুকিয়ে যায় সেখানে জীবন্ত আগ্নেয়গিরির খুব কাছেই বসবাস করছে জাপানের প্রায় ২ শতাধিক মানুষ!




volcano

volcano



ফিলিপাইন সাগরে জাপানের দ্বীপ Aogashima একটি জীবন্ত আগ্নেয়গিরি। এই দ্বীপটি টোকিও শহরের আওতায় রয়েছে। ২০০৯ সালের জরিপ অনুযায়ী প্রায় ৯ কিলোমিটার লম্বা এলাকার এই দ্বীপ এর জনসংখ্যা প্রায় ২০০ জন। এরা সবাই এখানে স্থানীয়।


যেহেতু Aogashima একটি সক্রিয় আগ্নেয়গিরি তাই এখানে বসবাস করা অনেকটা নিজের প্রান হাতে নিয়েই বসবাস করা। প্রতিটা দিন এখানকার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে। একটু অসতর্কতা নিয়ে আসতে পারে ভয়ংকর পরিণাম। কিন্তু শত ভয় থাকলেও এখানকার জনগণ এখানে বসবাস করতেই ভালোবাসেন।


volcano2

volcano2



Aogashima দ্বীপের আগ্নেয়গিরিটি ক্লাস সি ধরণের সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি এর আগে ১৭৮০ সালে একবার অগ্নুৎপাত করেছিল সেবার এখানে থাকা প্রায় অর্ধেক মানুষ জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। ধ্বংস করে দিয়েছিল স্থানীয় সকল বাড়িঘর। ঐ অগ্নুৎপাতের পরে এই দ্বীপ স্বাভাবিক হতে আরও ৫০ বছর সময় নেয়। এর পরে আবার এখানে কিছু মানুষ এসে বসতি গড়ে!


This slideshow requires JavaScript.


এই দ্বীপের সাথে জাপানের যোগাযোগের কোন সড়ক সংযোগ নেই। এখানে আসতে যেতে নৌ পথ ব্যাবহার করতে হয় তবে হেলিকাপ্টারে জাতায়েত ব্যবস্থা রয়েছে এখানে।


এই দ্বীপে সন্তানরা যখন একটু বড় হয় তখন তারা টোকিও চলে যায় কিংবা অন্য কোথাও শিক্ষার জন্য। তবে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আবার দ্বীপে ফিরে আসে। নিজেদের মেধা মনন কাজে লাগায় দ্বীপের কল্যাণে।


সত্যি দ্বীপটি যেমন ভয়ংকর প্রাকৃতিক শক্তি ঠিক এটি এখানকার মানুষদের আশ্রয়স্থলও। আর এই দ্বীপের মানুষরা দ্বীপটিকে ভালবেসে আপন করে নিয়েছে নিজেদের মত করেই।


সূত্রঃ Viralnova




সতর্কবার্তা:


বিনা অনুমতিতে দি ঢাকা টাইমস্‌ - এর কন্টেন্ট ব্যবহার আইনগত অপরাধ, যে কোন ধরনের কপি-পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ, এবং কপিরাইট আইনে বিচার যোগ্য!


January 19, 2014 তারিখে প্রকাশিত





আপনি হয়তো নিচের লেখাগুলোও পছন্দ করবেন



ধর্মীয় অন্ধত্বের নির্দশন – যাজকের পরামর্শে ঘাস খাচ্ছে মানুষ!





বিমান দুর্ঘটনায় কবলিত হওয়া যাত্রীরা Boeing এর বিরুদ্ধে মামলা করেছে!





বারাক ওবামার বিবাহ বিচ্ছেদ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়!





এতদিনে মতি পরিবর্তন হয়েছে: যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলবে না পাকিস্তান





ভবিষ্যৎ নিয়ে লিখে যাওয়া মৃত সন্তানের অনন্য চিঠি উদ্ধার করলেন বাবা-মা!





গবেষকরা বলছে আলেকজান্ডার দি গ্রেটকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল





কানাডার একটি দ্বীপের অপূর্ব সৃষ্টি এবং সত্যিই আপনার ঘুরে আসতে ইচ্ছে করবে





আইসল্যান্ডের নিঃসঙ্গ দ্বীপে রহস্যজনক ঘর, কে বসবাস করেন এখানে?





ভুল বিমান বন্দরে অবতরণ করাতে চাকরি হারালেন দুই মার্কিন পাইলট!





গণভোটকে সংবিধান পরিপন্থী দাবি ব্রাদারহুডের : মিসরে গণভোটের প্রথম দিনে নিহত ১১





মুরসিকে উৎখাতের বৈধতা পাবে সামরিক সরকার? মিসরে চলছে ‘হ্যাঁ’ ‘না’ গণভোট





চুরি হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ছোট অমূল্য পদ্ম ফুল গাছ!









from The Dhaka Times http://ift.tt/1icDoap
Share on Google Plus

About WPCART

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment