ধর্মীয় অন্ধত্বের নির্দশন – যাজকের পরামর্শে ঘাস খাচ্ছে মানুষ!


দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ঘাস খাচ্ছে মানুষজন – এই কথা শুনলেই কেমন অসুস্থবোধ হয়। লেসেগো ড্যানিয়েল নামের এক যাজক তার ধর্মীয় জনসেবায় মানুষকে ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ঘাস খেতে উদ্বুদ্ধ করেন।




members eat grass and stepped on them

members eat grass and stepped on them



তিনি তাঁর চার্চের সদস্যদের ঘাস খাওয়া উচিত, এমনকি যদি তারা অসুস্থ হয়ে পড়ে তাও এই চর্চা চালিয়ে যাওয়া উচিত – এরকম বক্তব্য প্রদান করেন। ঐ ঘটনার ছবি অনলাইনে প্রকাশ পাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলেও তার অনুসারীরা এই ঘাস খাওয়া চালিয়ে যাচ্ছে এখনও।


১)

eating-grass

eating-grass



যাজকের কথায় ঘাস খাচ্ছে চার্চের সদস্যরা। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের নৈকট্য লাভ!


২)

eating-grass2

eating-grass2



তারা বিশ্বাস করে এই ঘাস খাওয়ার মাধ্যমে তাদের অসুস্থতাও আরোগ্য হবে।


৩)


eating-grass4

eating-grass4



এই অবস্থায় যাজক লেসেগো চিৎকার করতে থাকেন, তাদের উদ্বুদ্ধ করেন খাওয়া বন্ধ না করে চালিয়ে যেতে। সেইকারণে অনুসারীরা তাদের খাওয়া চালিয়ে যেতে থাকে।


৪)

eating-grass5

eating-grass5



সে যদিও তাঁর ক্ষমতা দিয়ে অতীত ব্যাখা করতে পারেন না। তবুও তার দম্ভের অন্ত নেই।


৫)

eating-grass6

eating-grass6



শেষ রক্ষা যদিও হয়নি – ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। অনলাইনে জমেছে প্রচুর অভিযোগ।


৬)

eating-grass7

eating-grass7



তাদের বমি করতেও দেখা যায়।


৭)

eating-grass8

eating-grass8



এই বাজে অবস্থার পরেও তারা এখনও বিশ্বাস করে ঈশ্বরের কৃপায় তারা যেকোন খাবার হজম করে ফেলতে পারবে, সেটা ঘাস হলেও সমস্যা নেই।


৮)


eating-grass9

eating-grass9




বিভিন্ন রকমের প্রতিবাদের প্রতিক্রিয়া তার দম্ভ কমেনি বরং ঈশ্বর কাজ করছেন বলে জানান তিনি।


যাজক নিজেকে ম্যাজিক ম্যান ভাবেন। যদিও তার ধর্মীয় এই সব কাজ পাগলামী এবং অসুস্থতার পরিচায়ক সেটা সে অনুধাবন করে না। ধর্মীয় অন্ধত্ব মানুষকে কতটা নীচে নামাতে পারে এই ঘটনা তারই একটা বড় প্রমাণ।


তথ্যসূত্রঃ ভিরালনোভা




সতর্কবার্তা:


বিনা অনুমতিতে দি ঢাকা টাইমস্‌ - এর কন্টেন্ট ব্যবহার আইনগত অপরাধ, যে কোন ধরনের কপি-পেস্ট কঠোরভাবে নিষিদ্ধ, এবং কপিরাইট আইনে বিচার যোগ্য!





from The Dhaka Times http://ift.tt/1mh5xuk
Share on Google Plus

About WPCART

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment